• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসকের সঙ্গে বিশিষ্টজনদের মতবিনিময়

প্রকাশিত: ২০:৫৭, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসকের সঙ্গে বিশিষ্টজনদের মতবিনিময়

ছবি: কুড়িগ্রামে নতুন জেলা প্রশাসকের সঙ্গে বিশিষ্টজনদের মতবিনিময়

কুড়িগ্রামে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলোর নেতা এবং সাংবাদিকবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, জেলা জামায়াতের আমীর আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, এনসিপির জেলা  আহবায়ক মুকুল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি শাহজান মিয়া, এবি পার্টির আহবায়ক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান ও আব্দুল বাতেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজ টিউটর, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ  বাবু, বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সুভাষ চন্দ্র সরকার এবং নাগরিক ঐক্যের আহবায়ক সাজ্জাদ হোসেন মন্ডল পলাশ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।’

তিনি আরও বলেন, কুড়িগ্রামের দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের অধীনস্থ সব দফতরকে সমন্বিতভাবে এবং দক্ষতার সঙ্গে কাজ করা ও উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। ।

সভায় আগত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জেলার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত উপস্থাপন করেন।

অবশেষে জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করে জনকল্যাণমূলক কর্মযজ্ঞে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2