লিবিয়ায় মাফিয়ার গুলিতে মাদারীপুরের ৩ যুবকের মৃত্যু, চলছে শোকের মাতম
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে মাদারীপুরের তিনজন নিহত হয়েছেন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সমুদ্রপথে যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকায় মাফিয়ারা গুলি করলে প্রাণ হারায় ইমরান, মুন্না ও বায়েজিদ। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
উন্নত জীবনের আশায় অবৈধভাবে সমুদ্র পথে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার উদ্দেশে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মো. তৈয়ব আলী খানের ছেলে ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেওয়ার শর্তে প্রতিবেশি ও মানবপাচারচক্রের সদস্য শিপন খানের সাথে ২২ লাখ টাকায় চুক্তি হয়। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে অতিরিক্ত ১৮ লাখ টাকা আদায় করে দালালচক্র। পরে ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে ইঞ্জিনচালিত নৌকায় গুলি চালায় মাফিয়ারা। গুলিতে মারা যায় ইমরান। অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ইমরানের খবর দালালের কাছে জানতে চায় পরিবার। দালাল জানায় ইমরান জেলে আছে। তাকে ছাড়ানোর পর কথা বলানো যাবে। পরে গত মঙ্গলবার ইমারনের মৃত্যুর খবর পায় তার পরিবার।
এ ছাড়া একইভাবে ওই নৌকায় থাকা রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের ইমারাত তালুকদারের ছেলে মুন্না তালুকদার। স্থানীয় নান্নু নামে এক দালালের মাধ্যমে ২২ লাখ টাকা চুক্তিতে ছেলেকে পাঠায় মুন্নার বাবা। নান্নু একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের কুদ্দুস শেখের ছেলে বায়েজিদ শেখও মারা যায় সেদিন। ছেলের কোনো খবর না পেয়ে আত্মীয়দের জানালে তারা ফেসবুকে বায়েজিদের ছবি পোস্ট করলে সেখান থেকে পাসপোর্টের ছবি ও ঠিকানার মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত হয়। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নিহতের স্বজনরা। নিহতের পরিবার ও এলাকাজুড়ে চলছে শোকের মাতম। লাশ ফেরত পাওয়ার আকুতি জানায় তারা। এ ছাড়া দালালদের সঠিক বিচার দাবি করেন তারা।
নিহতের আত্মীয়-স্বজনরদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেওয়ার প্রলোভন দেয় সে। ওই ফাঁদে পা দিয়ে ইতালি যাওয়ার পথে মারা যায় মাদারীপুরের ইমরান, মুন্না ও বায়েজিদ। লাশ ফেরত ও দালালদের বিচার দাবি করেন তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছে দালালের পরিবারের লোকজন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, লিবিয়ায় গুলিতে তিন যুবকের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এই ঘটনায় নিহতের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দালালদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বিভি/টিটি




মন্তব্য করুন: