• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

আবারও উত্তপ্ত রাঙামাটি, ৩৬ ঘণ্টা হরতালের ডাক

প্রকাশিত: ২২:০৯, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও উত্তপ্ত রাঙামাটি, ৩৬ ঘণ্টা হরতালের ডাক

ছবি: সংগৃহীত

শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি। বিরাজ করছে টানটান উত্তেজনা। বিষয়টি ঘিরে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ছড়িয়ে পড়ছে পরস্পরবিরোধী পোস্ট ও মন্তব্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর।

এদিকে নিয়োগ প্রতিহত করতে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে জেলায় বৃহস্পতি ও শুক্রবার টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় শহরের বনরুপার ‘আয়োজন রেস্তোঁরায়’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য, কোটাবিরোধী ঐক্যজোট এবং সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিক ব্যানারের আন্দোলনকারীরা। কর্মসূচি পালিত হবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

সংবাদ সম্মেলনে রাঙামাটিতে সরকারি সহকারী শিক্ষক নিয়োগে ঘুস বাণিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা প্রথা বহালসহ কোটা বৈষম্যের অভিযোগ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. রাকিব হাসান, নিয়োগপ্রত্যাশী ইব্রাহিম রুবেল ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নুরুল আলমসহ আন্দোলনকারীরা গণমাধ্যমকে, বিগত দিনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ যেসব নিয়োগ দিয়েছে সেগুলোর প্রতিটিতে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এবারও সেই একই পথে হাঁটার অপচেষ্টা চালানো হচ্ছে। তার প্রতিবাদ করতে গেলে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।

তারা বলেন, সবশেষ জারি করা সরকারের প্রজ্ঞাপনে ৯৩ শতাংশ মেধার তালিকায় নিয়োগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে; কিন্তু এখানে পার্বত্য জেলা পরিষদের আইনের অজুহাত দিয়ে উপজাতিদের জন্য ৭০ শতাংশ কোটা বহাল রাখা সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈধ। আমরা বলেছি সরকারের জারি করা প্রজ্ঞাপনের আইন অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং অবিলম্বে অবৈধ কোটা বাতিল করতে হবে। কিন্তু রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান আমাদের কোনো দাবি শুনতে নারাজ। তাই আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছি। 

এর দুই দিন আগে তাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিলো। এতে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। তাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা ও উপজেলায় কঠোরভাবে হরতাল পালিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ আহবান করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এ নিয়োগকে কেন্দ্র করে লিখিত পরীক্ষা গ্রহণ বন্ধ ও বাতিলের দাবিতে পক্ষে-বিপক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি দিয়ে আসছে বিভিন্ন মহল।

গত ১৪ নভেম্বর এ নিয়োগের লিখিত পরীক্ষা আহবান করা হলেও তার দুই দিন আগে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করে রাঙামাটি পার্বত্য জেলা জেলা পরিষদ। পরে এতে বিক্ষুব্ধ নিয়োগপ্রার্থীদের আন্দোলনের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ২১ নভেম্বর লিখিত পরীক্ষার পুনঃসময়সূচি নির্ধারণ করে জেলা পরিষদ। এরপর পরীক্ষা বন্ধের দাবিতে  ১৬ নভেম্বর জেলা পরিষদে তালা দিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার যুব আন্দোলন ও নিয়োগ প্রত্যাশী কয়েকজন।

এদিকে আসন্ন লিখিত পরীক্ষা সামনে রেখে দুই দিনের হরতাল আহ্বানে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন নিয়োগ প্রার্থীদের অনেকে। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট ও মন্তব্যে এমন ক্ষোভ ও উদ্বেগের বিষয়টি ছড়িয়ে পড়ছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2