১২ ডিগ্রির ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনপদ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, দেখা দিয়েছে প্রচণ্ড শীত। এছড়াও, তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় কুড়িগ্রামের জনপদও বিপর্যস্ত হয়ে পড়ছে। সেখানে তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৪ ডিগ্রিতে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৮৪ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস । যা বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯ টায় ১২.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমশই কমেছে। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।
অন্যদিকে, ঘন কুয়াশা ও ঠান্ডায় কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: