• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

৪ মাসের শিশুসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

প্রকাশিত: ১১:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৪ মাসের শিশুসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

মাদারীপুরের কালকিনিতে ৪ মাসের শিশুকন্যাসহ নাদিরা বেগম নামের দুবাই প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা যায়। নিখোঁজ হওয়া নাদিরা কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী। এ ঘটনায় জেলার কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার।বুধবার সকালে নিখোঁজের পরিবার ও জিডি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, চার মাসের কন্যাসন্তান কোলে নিয়ে বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার কথা বলে বের হন প্রবাসীর স্ত্রী নাদিরা। এরপর থেকেই তিনি আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে না পেয়ে কালকিনি থানায় একটি সাধারণত ডায়েরি করে প্রবাসী মানিকের পরিবার।

প্রবাসী মানিকের বড় বোন রাশিদা বেগম গণমাধ্যমকে বলেন, আমাদের বাড়ি থেকে আমার ছোট ভাইয়ের বউ নাদিরা বেগম সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টার সময় বাড়ি হতে বের হয়। তারপর থেকেই নিখোঁজ রয়েছে। তাকে কোথাও না পেয়ে থানায় জিডি করেছি। আমরা তার সন্ধান চাই।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘থানায় সাধারণ ডায়েরির সূত্র ধরেই গৃহবধূকে উদ্ধারের কার্যক্রম চলছে।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2