• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ১৯:০৩, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত শহিদুল ইসলামের মরদেহ ফেরত পাঠানো হয়েছে।

নিহত হওয়ার এক সপ্তাহ পর শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

এদিন দুপুরে সীমান্ত পিলার ৬৪/এমপির কাছে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ জীবননগর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে। ভারতের টুঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি শনাক্তের পর তা গ্রহণ করেন নিহত শহিদুল ইসলামের বাবা লস্কর আলী মালিতা, ছোট ভাই রুহুল আমিন, সীমান্ত ইউপি সদস্য শাহিনা খাতুন ও সাইফুল ইসলাম পাকু।

পরে বিকালে মহেশপুর ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ নভেম্বর মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭০/এমপি হতে ২০০ গজের কাছে টুঙ্গি বিএসএফ ক্যাম্পের সদস্যরা শহীদকে গুলি করে হত্যা করে। 

এ ঘটনায় ৩০ নভেম্বর বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানোর তীব্র প্রতিবাদ জানান মহেশপুর ৫৮ বিজিবি।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2