• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে একই মঞ্চে তিন তরুণের যৌতুকবিহীন বিয়ে 

প্রকাশিত: ২৩:২১, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঠাকুরগাঁওয়ে একই মঞ্চে তিন তরুণের যৌতুকবিহীন বিয়ে 

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই বিয়ে করে আলোচনায় এসেছেন তিন তরুণ। যৌতুকপ্রথা সমাজের জন্য ব্যধি বুঝে উঠার পর থেকেই স্বপ্ন ছিলো তারা যৌতুক ছাড়াই বিয়ে করবেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয় মাঠে তাদের বিয়ের আয়োজন করে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি।

এদিন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রামের মোশারফ হোসেনের সাথে পীরগঞ্জ উপজেলার একান্নপুর গ্রামের উম্মে কুলসুম, একই উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচটহ গ্রামের আব্দুল্লাহিল বাকির সাথে প্রতিবেশী জদুয়ার গ্রামের সানজিদা আক্তার নুরানী এবং পঞ্চগড় জেলার মাগুড়া গ্রামের রুহুল আমিনের সাথে বোদা উপজেলার সালগ্রামের ফারজিনা আক্তারের বিয়ে হয়।

চিলারং ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল কাদের গণমাধ্যমকে জানায়, এই প্রথম যৌতুক ছাড়াই তিনটি বিবাহ একসাথে রেজিস্ট্রি করলাম। এর আগে অনেক বিয়েতে যৌতুক নিয়ে ঝগড়া-এমনকি ভেঙে যাওয়ার ঘটনা চোখের সামনে ঘটেছে। তিন বন্ধুর উদ্যোগ-ইচ্ছা প্রসংশনীয়।

এ বিয়ের আয়োজন করেছেন দাতা সংস্থার জিআরটির প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, তিন বন্ধুর যৌতুকবিহীন বিয়ের ইচ্ছা পোষণ করেছিলো। আমরা তাদের বিয়ের যাবতীয় আয়োজন করেছি। সংস্থার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে নব দম্পতিকে। যদি কেউ যৌতুকবিহীন বিয়ের ইচ্ছা পোষণ করেন তাহলে এমন আয়োজন করবেন বলে জানান তিনি।

বর মোশারফ হোসেন গণামাধ্যমকে বলেন, মাদরাসায় পড়া অবস্থায় যৌতুক বিহীন বিয়ে করার স্বপ্ন ছি। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। পাশাপাশি আমার দুই বন্ধুও আমার সাথে বিয়েতে বসেছে যৌতুক ছাড়াই। কনেপক্ষের লোকজনও খুব খুশি এমন উদ্যোগে। আমরা দোয়া চাই আমাদের তিন বন্ধু ও সহধর্মিনীর জন্য।

অভিভাবকরা বলেন, ছয়টি পরিবারের সিদ্ধান্তে এমন বিয়ে হয়েছে। তাদের পরিবারগুলোতে যৌতুকবিহীন বিয়ে এর আগেও হয়েছে। পরবর্তীতে যারা বিয়ে করবেন। তারা সকলেই যৌতুকমুক্ত বিয়ে করতে অঙ্গীকারবদ্ধ।

বিয়ে দেখতে এসেছিলেন ওই এলাকার বৃদ্ধ জহির ও বুলবুল। তারা গণমাধ্যমকে বলেন, ৫৫ বছরে একসাথে ৩ জনের বিয়ে সরাসরি দেখেনি। তাও আবার যৌতুকমুক্ত। বর্তমানে এটা দৃষ্টান্ত। এমন মহৎ উদ্যোগ সমাজে খুব কম দেখা যায়।

বিয়েতে মেহমান হিসেবে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অফ অপারেশন মোহাস্মদ ইকবাল (নর্থ রিজিওন) আহমেদ জব্বার, ফান্ড রাইজিং অফিসার, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শায়েখ মেজবাহুল হক, প্রেসিডেন্ট শায়েখ আশরাফুল ইসলাম, মিডিয়া অফিসার মো. আব্দুল্লাহ, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2