সাতক্ষীরায় আবাসিক হোটেলে মিললো ঠাকুরগাঁওয়ের সুমনের মরদেহ
সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস থেকে সুমন কুমার (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন কুমার ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার পর সুমন হোটেলের একটি কক্ষে ওঠেন। পরের দিন সারাদিন তাকে কেউ দেখতে পাননি। শনিবার রাতে হোটেলের কর্মীরা ভাড়া দেওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেন। কিন্তু, কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুমন কানে ফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে মারা গেছেন। দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
তিনি আরও জানান, এ ঘটনায় বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: