• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত

প্রকাশিত: ১২:৪৭, ৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ নৌ বাহিনীতে সেইলর হিসেবে কর্মরত ছিলেন নিহত দেলোয়ার। 

নিহত দেলোয়ার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিন নগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার পুত্র। 

জানা যায়, সোমবার ভোরে দেলোয়ার মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামের নিজ কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। স্থানীয় পথচারীরা রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দেলোয়ার কিভাবে দুর্ঘটনায় পড়ে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2