• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

দিনের বেলায় হাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা!

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫২, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৮:৫৪, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দিনের বেলায় হাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা!

গাইবান্ধায় প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের হাতের কব্জি কেটে নেওয়ার দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে শহরের শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল মিয়া পৌরসভার মহুরি পাড়ার বাসিন্দা মোকাব্বর মিয়ার ছেলে।

জানা যায়, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মিল এর বাসিন্দা মোশারফ রহমানের সাথে দেখা করতে যায়। তখন মোশারফকে রুবেল খুঁজতে গেলে হঠাৎ করে মোশারফের আগে খেকে শত্রু সুখনগর এলাকায় বাবুসহ পাঁচজন রুবেলকে অতর্কিতভাবে ধারালো দেশীয় অস্ত্র বেকির আঘাতে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে এই অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এরপর স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায়  রংপুর মেডিকেলে রেফার্ড করেন।  এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজন ও এলাকাবাসীর দাবী দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের শাস্তির ব্যবস্থা করা হোক। 

রুবেলের বন্ধু মোমারফ বলেন, আমাদের সাথে বাবুর জমি নিয়ে বিরোধ ছিল। তবে, কেন আমার বন্ধুকে অস্ত্র দিয়ে আঘাত করল তার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

এদিকে আহত রুবেলের বাবা মোকাব্বর মিয়া বলেন, যারা আমার ছেলেকে কোন ঘটনা ছাড়াই মেরে হাতের কব্জি কেটে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির চাই। 

এ ঘটনায় রুবেলের বাবা মোকাব্বর মিয়া সদর থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি সততা পেয়েছি , ডান হাতের কব্জিটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2