• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, স্থবির পঞ্চগড়ের জনজীবন

প্রকাশিত: ০৯:৪৯, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, স্থবির পঞ্চগড়ের জনজীবন

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা চার দিন ধরে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

এদিকে, তীব্র শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জেলার জনজীবন। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। গত রবি ও শনিবার ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় গণমাধ্যমকে জানান, গত চার দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরো জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2