• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

মায়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্টসহ আটক ২২

প্রকাশিত: ১৯:৩৩, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মায়ানমারে পাচারকালে দেড় হাজার বস্তা সিমেন্টসহ আটক ২২

সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে দেড় হাজার বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিনচালিত বোট ও ২২ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহল কাজে নিয়োজিত থাকাকালীন মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যশা সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৩৬ দশমিক ৫ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে দুইটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনীর জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যশা বোট দুইটিকে আটক করে। এসময় আটককৃত ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক বোটে তল্লাশি করে দেড় হাজার বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারী দলের ২২ সদস্যকে আটক করে নৌবাহিনীর সদস্যরা। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2