• NEWS PORTAL

  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

৪ হাজার ২০০ কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস

প্রকাশিত: ১৯:৫৭, ১০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৯:৫৮, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৪ হাজার ২০০ কেজি আমদানি নিষিদ্ধ ঘনচিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ঘনচিনির আরও একটি বিশাল চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চালানটিতে চার হাজার ২০০ কেজি ঘনচিনি রয়েছে। ঢাকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের গোয়েন্দা টিম চালানটি আটক করে। 

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের এজাজ ট্রেডিং এক কনটেইনারে ২২ হাজার ৮৮ কেজি পণ্য আমদানি করে। যা গত ২১ অক্টোবর চট্টগ্রাম বন্দরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে চালানটির খালাস স্থগিত করে কাস্টম হাউস। গত ৬ নভেম্বর চালানটির কায়িক পরীক্ষা করা হয়। এতে দুই ধরনের পণ্য পাওয়া যায়। যার নমুনা কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে একটিতে ১৭ হাজার ৮০০ কেজি ঘোষিত পণ্য পাওয়া গেলেও বাকি চার হাজার ২০০ কেজি ঘনচিনি হিসেবে শনাক্ত করা হয়। ঘনচিনি আমদানি সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুসারে নিষিদ্ধ।

এ চালানের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর ও ২৮ অক্টোবর দুইটি পৃথক চালানে ১০০ টন ঘনচিনির দুইটি চালান আটক করে কাস্টম হাউস।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2