সাজিদকে পাওয়ার আশায় আল্লাহর ওপর ভরসা রাখলেন বাবা-মা
রাজশাহীর তানোরে কূপে পরে যাওয়া ২ বছরের শিশু সাজিদকে রাতভর অভিযানেও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৩টি স্কেভেটর দিয়ে সাজিদকে উদ্ধারের চেষ্টা চালায়। ৩০-৩৫ ফুট গভীর ওই গর্তের পাশে এই অভিযান চালানো হয়। এরপর রাত পেরিয়ে সকাল হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শেখ খবর পাওয়া পর্যন্ত, মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, সাজিদের বাবা মোহাম্মদ রাকিব ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। রাতেই তানোরে নিজ গ্রামে এসেই রাকিব দেখেন ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালাচ্ছেন তার শিশুকে উদ্ধার করতে।
তিনি বলেন, ছেলে গর্তে পড়ার অনেক পরে আমি খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রওনা দিয়েছিলাম। এখনো আমার ছেলেকে এখনো দেখতে পেলাম না। বেঁচে আছে কি না, কিছুই জানি না। তিনি আরও বলেন, আমি কিছু বলতে পারি না। এখন আল্লাহর উপরই ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনি যা ভালো মনে করবেন, তাই করবেন।
উল্লেখ্য, বুধবার দুপুর দেড়টার দিকে মায়ের সঙ্গে মাঠে গেছিল শিশু সাজিদ (২)। প্রথমে মায়ের কোলে থাকলেও পরে কোল থেকে নামে এবং হাঁটছিল। মা রুনা খাতুন হঠাৎ দেখেন তার শিশু সন্তান গর্তে তলিয়ে গেছে। এ সময় মা মা বলেছিল শেষ চিৎকার দেয় সাজিদ। তার বাবার নাম রাকিব। তিনি ঢাকায় একটি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার পরই ঢাকা থেকে তিনি রওনা দেন এবং সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাসা তানোর উপজেলার কলমা ইউনিয়নের কোয়েলের হাট এলাকায়।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: