• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ২ পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ১৫:৫৯, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ২ পুলিশ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার লালন শাহ সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন পুলিশ পরিদর্শক মোজহারুল ইসলাম (৪০) এবং এএসআই কায়েস আলী। তারা দুজনেই পুলিশের ডিএসবি বিভাগের ঈশ্বরদী থানায় কর্মরত বলে নিশ্চিত করেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

নিহত পুলিশ পরিদর্শন মোজহারুল ইসলাম রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং কায়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুরে মোটরসাইকেলযোগে দুজন পুলিশ সদস্য কুষ্টিয়ার দিকে আসছিলেন। টোল প্লাজার কাছে পিছন দিক থেকে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়।

এতে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে দুজনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2