• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে মারা গেলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ১৮:৪৪, ১৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে ছাদ থেকে পড়ে মারা গেলেন ইউপি চেয়ারম্যান

ছাদ থেকে পড়ে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিংপাড়া গ্রামে তার নিজ বাড়ির ছাদ থেকে পড়ে আহত হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।

শহিদুল ইসলাম উপজেলার উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিংপাড়া গ্রামের আব্দুল মাস্টারের ছেলে ও ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক পরিবারের বরাত দিয়ে বলেন, সোমবার রাতে চেয়ারম্যান শহিদুল ইসলাম তার বাড়ির ছাদ থেকে পড়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়। পরে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান ওসি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2