• NEWS PORTAL

  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

প্রকাশিত: ১৬:৫৮, ১৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ২

চট্টগ্রামের মীরসরাই ও রাঙ্গুনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাক ধাক্কা দিলে শামসুল আলম নামে এক সবজি ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক রবিউল হোসেন ও তার সহকারী এমরান হোসেন।

‎এদিকে রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম মো. নুরুল কবির। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

জানা যায়,নিহত শিক্ষক নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এসময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড় কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এসময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2