• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১৩:০১, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:১৪, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামের শাহ আমানত সেতুতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে সেতুর কর্ণফুলী থানা অংশের টোল প্লাজার পূর্বে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. ফরিদ পটিয়া উপজেলার হরিংখাইন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চট্টগ্রাম নগরীর চাক্তাই থেকে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও মাহিন্দ্রা ট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2