চট্টগ্রামে পুলিশ বাহিনী ছাড়া অন্য কোনো সন্ত্রাসী বাহিনী থাকতে পারবেনা: সিএমপি কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, বিতাড়িত স্বৈরাচারের দোসর ও তাদের বিদেশী প্রভুরা দেশে সহিংসতা তৈরী করে নির্বাচন হতে না দেওয়া ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম মহানগরীতে পুলিশ বাহিনী ছাড়া কোনো ধরনের সন্ত্রাসী বাহিনী থাকতে পারবেনা। সন্ত্রাসীদের মোকাবেলায় যদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে চরমপন্থা বেছে নিতে হয় তবে তা বেছে নিতেও বিন্দুমাত্র দ্বিধা করা হবেনা বলেও হুশিয়ার করেন তিনি।
মতবিনিময় সভায় সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন,গণঅভ্যুথ্থানের জেরে গত বছরের ৫ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে কার্যত পুলিশ বা প্রশাসন ছিলোনা। আর এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসী ও দুর্বৃত্তরা। পরবর্তীতে এসব অস্ত্র বিভিন্ন দুর্গম এলাকায় সন্ত্রাসীদের কাছে পৌঁছে যায়।
এসব অস্ত্র আসন্ন নির্বাচনে ব্যবহৃত হবেনা এমন নিশ্চয়তা নেই উল্লেখ করে সিএমপি কমিশনার অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান। তিনি দাবি করেন, এরইমধ্যে থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৮০ ভাগ উদ্ধার হয়েছে, বাকী অস্ত্র উদ্ধারেও তৎপরতা বাড়ানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে যেসব ভোট কেন্দ্রে সংখ্যালঘু ভোটার বেশী সেসব কেন্দ্রে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিভি/এসজি




মন্তব্য করুন: