• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৯, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪৯, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ শহরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা জোরদারে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। মোতায়েনকৃত সদস্যদের মাধ্যমে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি নিয়মিত কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2