• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

জাপার একাংশের নেতা আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

প্রকাশিত: ১১:৪৩, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাপার একাংশের নেতা আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি আনিসুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৫০ থেকে ৬০ জন ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে এসে আনিসুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। তবে, তিনি ও পরিবারের সদস্যরা কেউ ওই সময় বাড়িতে ছিলেন না। হামলাকারীদের হাতে অস্ত্র, লাঠিসোঁটা ও মুখে মাস্ক ছিল।

হামলাকারীরা আনিসুল ইসলাম মাহমুদের মাহমুদের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে। তছনছ করে ফেলে ঘরের আসবাব। একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। পুড়ে যায় বাড়ির সামনে থাকা একটি প্রাইভেট কার। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী মডেল থানার ওসি মো জাহিদুর রহমান জানান, মধ্যরাতের দিকে কে বা কারা আনিসুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করে। এতে দ্বিতল বাড়ির দু'টি কক্ষ ও একটি গাড়ি পুড়ে গেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2