দীর্ঘ প্রতীক্ষার পর টাঙ্গাইলে সোনালিয়া করটিয়া রেল স্টেশন উদ্বোধন
দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেল স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল স্টেশনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। এ সময় পাকশী রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিন সোনালিয়া করটিয়া স্টেশনে রাজশাহী মেইল লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে এ স্টেশনে আরও ট্রেনের যাত্রাবিরতি বাড়ানো হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
জানা যায়, নাম জটিলতার কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ ছিলো সোনালিয়া করটিয়া রেল স্টেশনটি। রেল স্টেশন নির্মাণের প্রায় ১৫ বছর পর অবশেষে যাত্রীসেবার জন্য এটি চালু হলো।
স্থানীয় বাসিন্দারা জানান, স্টেশনটি চালু হওয়ায় টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার মানুষের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তারা সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশন সংলগ্ন সড়ক উন্নয়নের দাবি জানান।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে। এখন সব আন্তঃনগর ট্রেন থামানো হলে এই এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে একটি ট্রেন দিয়ে যাত্রা শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রেলপথে নিরাপত্তা জোরদারের কথাও জানান।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এই স্টেশন চালুর ফলে টাঙ্গাইল সদর, বাসাইল ও সখীপুর উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি রেলসেবার আওতায় আসবে। পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ, করটিয়া হাটসহ আশপাশের এলাকার মানুষও এ স্টেশনের সুফল ভোগ করবে।
বিভি/এসজি




মন্তব্য করুন: