কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের মৃত্যু
রাঙ্গামাটি জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ডে ঘুরতে এসে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে মো. ইফরাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুই ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাঙ্গামাটি জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে এসে আজ ২০ ডিসেম্বর সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে কাপ্তাই লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন। উক্ত সংবাদ পাওয়া মাত্র রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল ১১টা ১৫ মিনিট সময় ডুবুরি সজীব, এমরান এবং নুরুল ইসলামের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার হওয়া মো. ইফরাত (২৬) ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মো. ওয়াসিমের পুত্র।
বিভি/এসজি




মন্তব্য করুন: