• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাযা

প্রকাশিত: ১৯:৫৪, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাযা

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর নগরীর লালদিঘী মাঠে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে।

গায়েবানা জানাযার শুরুতে ছাত্র-জনতা বলেন, যারা মনে করে এক হাদিকে হত্যা করলে বাংলাদেশে ইনসাফের রাজনীতি শেষ হয়ে যাবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠরোধ করা যাবে তারা ভুল ভাবছেন। 

তারা বলেন, একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে লক্ষ হাদি জন্ম নিবে। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন শহীদ হাদির আকাঙ্ক্ষিত ইনসাফের রাজনীতির জন্য আজাদীর সন্তানেরা লড়াই করে যাবে। একইসাথে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। 

জানাযা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগানের পাশাপাশি ‘আমরা সবাই হাদি হবো’ ধ্বনিতে মুখরিত হয় চট্টগ্রামের লালদিঘী প্রাঙ্গণ। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2