• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার বিচার দাবির বিক্ষোভ ‘৫ মিনিটে’ শেষ করার নির্দেশ দিলেন এসি ল্যান্ড

প্রকাশিত: ২০:৫৯, ২০ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:৫৯, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদি হত্যার বিচার দাবির বিক্ষোভ ‘৫ মিনিটে’ শেষ করার নির্দেশ দিলেন এসি ল্যান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। এটিকে কেন্দ্র করে প্রশাসন ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের বড় বাজার শহিদ হাসান চত্বরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহিদ শরিফ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় ছাত্র-জনতা শহিদ হাসান চত্বরে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালীন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম সেখানে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের কাছে সমাবেশের কোনো ‘অনুমতিপত্র’ আছে কি না তা জানতে চান।

অনুমতিপত্র না থাকায় এসি ল্যান্ড বিক্ষোভকারীদের মাত্র ৫ মিনিটের মধ্যে কর্মসূচি শেষ করার নির্দেশ দেন। এই নির্দেশের পরপরই উপস্থিত ছাত্র-জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

এসি ল্যান্ডের নির্দেশের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান কি কোনো অনুমতি নিয়ে হয়েছিল?’ তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাদি একজন জুলাই যোদ্ধা, তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি, এখানে অনুমতি নেওয়ার কি আছে?’

তর্কবিতর্ক চলাকালে সহকারী কমিশনারকে (ভূমি) দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের মাঝেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি (৩২)। মাথায় গুলিবিদ্ধ এই লড়াকু সৈনিককে উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত ১৮ ডিসেম্বর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার তার নিথর দেহ দেশে পৌঁছালে সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2