• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

রাঙ্গামাটির পুরাতন বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও দুই বাস ভস্ম

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি

প্রকাশিত: ০৯:২৮, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪৩, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
রাঙ্গামাটির পুরাতন বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও দুই বাস ভস্ম

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও দুটি বাস পুড়ে ভস্ম গয়ে গেছে। গত শনিবার দিনগত রাতে (২১ ডিসেম্বর) একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের পুরাতান বাস ষ্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনালে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। এ সময় লোকজন দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় এসে চিৎকার করতে থাকলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ছোটন দাশ জানান, রাতে স্বাভাবিকের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। রাত ৪টার দিকে একজন আমাকে ফোন করে বলে আগুন লেগেছে। এসে দেখি আমার পুরো দোকানে আগুন জ্বলছে। তখনও ফায়ার সার্ভিস আসেনি। আমার দোকানে প্রায় ৩৫টির মতো নতুন পুরোতন জেনারেটর রয়েছে। এখানে সরকারি কিছু জেনারেটরও রয়েছে। আমার ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ভোর সাড়ে তিনটার পরে আমরা আগুনের শিখা দেখতে পাই। পরবর্তীতে দোকানের আগুন লাগছে বলে চিৎকার করলে আশপাশের লোকজন এসে যার যার অবস্থান থেকে পানি সংগ্রহ করে নেভাতে থাকে। কিন্তু, আগুন দ্রত বাড়তে থাকে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2