• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ২৩:১৮, ২০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ধানের শীষে ভোট করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

সরকারি পদ ছেড়ে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী ২৮ তারিখে পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে ফিরে এসে সকলকে সাথে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবো। এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার জন্য আমি এমপি হতে চাই।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা বিএনপি আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আমরা ধানের শীষে ভোট করবো। বিএনপির শীর্ষ পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সেরকমই জানানো হয়েছে। আগামী ২৮ তারিখ থেকে আমি ২৪ ঘণ্টা আপনাদের নিয়ে ভোটের মাঠে কাজ করবো। আমি চব্বিশ ঘণ্টা আপনাদের সাথে থাকবো।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফুরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এই ধারণা দূর করে দেবেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2