ভেড়ামারায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
কুষ্টিয়া ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতাল সড়কের যাত্রী ছাউনির সন্নিকটে ট্রাকের ধাক্কায় ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকসহ দুইজন তরুণ নিহত হয়েছে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং কুড়িপোল গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রশীদ (১৮)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার সময় ভেড়ামারা ষোল দাগ ক্যানেলপাড়ার হাসপাতাল রোডে হোসেন আলীর দোকানের সামনে ঢাকা থেকে আসা ভেড়ামারাগামী একটি মিনি ট্রাক বাসাবাড়ির আসবাবপত্র বোঝাই এর সাথে ভেড়ামারা থেকে যাত্রী ছাউনিগামী রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হয়।
ভেড়ামরা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এস এম কামরুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুই যুবক বেপরোয়া গতিতে আঁকা বাঁকা হয়ে চালানোর সময় ওই ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘটনাস্থলের অদুর থেকে চালকশূন্য ওই মিনি ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: