মেঘনায় ধরা পড়লো ৮ মণ ওজনের শাপলাপাতা মাছ, বিক্রি লাখ টাকায়
মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের শাপলাপাতা নামের একটি হাউস মাছ। যা বিক্রি হয়েছে লাখ টাকারও বেশি দামে। শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এক জেলের জালে ধরা পড়ে মাছটি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেঘনা নদীর চেয়ারম্যানঘাট নামক এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকায় বিশাল ওই মাছটি কিনে নেন সাগর ও কৃষ্ণ ব্যাপারি নামের ২ জেলে। তারা মাছটি নিয়ে আসেন রামগতি বাজার ঘাটে। সেখানে মাছটির দাম হাঁকেন ১ লাখ ২০ হাজার টাকা।
স্থানীয় ২ জন জেলে জানান, বিশাল আকৃতির শাপলা পাতা মাছটিকে স্থানীয় ভাবে হাউস মাছ বলা হয়। মাছটির ওজন প্রায় ৮মণ। ওই মাছটি একটি পিক-আপ গাড়ী যোগে রামগতি বাজারে আনা হলে মাছটি দেখতে উৎসুক জনতা এসে ভীড় করেন।
সাগর ও কৃষ্ণ ব্যাপারি নামের ওই ২ জেলে জানান, মাছটি মেঘনানদী থেকে ধরা পড়লে চেয়ারম্যানঘাট নামক এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা দাম দিয়ে তারা ক্রয় করে আনেন। প্রাথমিকভাবে তারা ১ লাখ ২০ হাজার টাকা মাছটির মূল নির্ধারণ করেন।
রামগতি উপজেলা মৎস কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, মেঘনা নদীতে ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ একজন জেলের জালে ধড়া পড়েছে বলে খবর পেয়েছেন তিনি। বাজারে মাছটির চাহিদাও রয়েছে। বিরল প্রজাতির সামুদ্রিক এই মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: