• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

প্রকাশিত: ২১:২৬, ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:২৮, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে বিএসএফ কাজ বন্ধ করে। 

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। ২৮১ নাম্বার সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, এ বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।  

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2