খাগড়াছড়িতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পুনাক
‘হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত।’ উষ্ণতায় ছড়িয়ে পড়ুক সকলের প্রাণে উক্তিকে সামনে রেখে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন ড্রিলশিড এ পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী উপস্থিত থেকে প্রায় দেড় শতাধিক গরিব অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তিনি বলেন, পাহাড়ে এই প্রচণ্ড শীতে আপনারা অনেক কষ্টে দিন যাপন করছেন। আমাদের এই সামান্য উপহার আপনাদের শীতে কাজে লাগবে। মানুষের মৌলিক অধিকার সমুহ গুলো ভোগ করার সবার অধিকার রয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সব সময় আপনাদের পাশে রয়েছে এবং চেষ্টা করবে এসব কল্যাণমূলক কাজে আপনাদের পাশে থাকার।
এতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ - সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইন সহ পুনাক এর সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভি/এআই




মন্তব্য করুন: