• NEWS PORTAL

  • শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৫:৫০, ৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। এর আগে দুর্ঘটনার পরপরই অন্য ট্রলারের সহায়তায় আটজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উদ্ধার হওয়া ট্রলারটি কুতুবদিয়ায় নিয়ে আসার পর ভেতরে তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন মো. এহেছান (২৮) ও লেড়ু মিয়া (২৫)। মো. এহেছান বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের বাসিন্দা এবং মো. আলমের ছেলে। অপরজন লেড়ু মিয়া উপজেলার পূর্ব আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর থেকে অমজাখালী এলাকার মাহামুল করিমের ছেলে কিশোর ফয়সাল এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার পাওয়া জেলে ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত ৮ জানুয়ারি ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার কুতুবদিয়ার কাছাকাছি সাগরে যাত্রা করে। গভীর রাতে কোনো এক সময় ট্রলারটি ডুবে গেলে সেখানে থাকা মাঝিমাল্লারা বিপদে পড়েন। আশপাশে থাকা অন্য ট্রলারের সহায়তায় আটজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হয়ে যান।

পরে ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় আনা হলে ভেতরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ পাওয়া যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন। এর আগে দুর্ঘটনার পরপরই অন্য ট্রলারের সহায়তায় আটজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উদ্ধার হওয়া ট্রলারটি কুতুবদিয়ায় নিয়ে আসার পর ভেতরে তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন মো. এহেছান (২৮) ও লেড়ু মিয়া (২৫)। মো. এহেছান বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের বাসিন্দা এবং মো. আলমের ছেলে। অপরজন লেড়ু মিয়া উপজেলার পূর্ব আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর থেকে অমজাখালী এলাকার মাহামুল করিমের ছেলে কিশোর ফয়সাল এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার পাওয়া জেলে ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত ৮ জানুয়ারি ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার কুতুবদিয়ার কাছাকাছি সাগরে যাত্রা করে। গভীর রাতে কোনো এক সময় ট্রলারটি ডুবে গেলে সেখানে থাকা মাঝিমাল্লারা বিপদে পড়েন। আশপাশে থাকা অন্য ট্রলারের সহায়তায় আটজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হয়ে যান।

পরে ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় আনা হলে ভেতরে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ পাওয়া যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2