সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাতক্ষীরার আশাশুনিতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উক্ত শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ। প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স.ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছসহ অন্যান্যরা।
বক্তব্য শেষে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: