• NEWS PORTAL

  • সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ আফনান মারা যায়নি

প্রকাশিত: ১৭:৫৬, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ আফনান মারা যায়নি

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার সীমান্তে ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত শিশুটি মারা যায়নি।  তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে শিশুটির সাথে থাকা চাচা মৌলভি শওকত। 

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং এলাকায় গুলিবিদ্ধ হওয়া শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানালেও পরে বিকালে হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজালাল গণমাধ্যমকে জানান তথ্যটি সঠিক নয়।

পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস গণমাধ্যমকে বলেন, শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়। তাকে চট্টগ্রামে মেডিকেলে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বেঁচে আছে। হাসপাতালে নেওয়া পর্যন্ত কী হবে, জানি না।

শিশুটির দাদা আবুল হাসেম গণমাধ্যমকে বলেন, বেলা ১২টার পর উখিয়ার এমএসএফ হাসপাতাল থেকে চট্টগ্রামের পথে রওনা হয়েছে তার দুই ছেলে।

১২ বছর বয়সী আফনান হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

দাদা আবুল হাসেম জানান, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিলো, তখন অতর্কিত আসা গুলি লাগলে সে লুটিয়ে পড়ে। পরে তাকে উখিয়ার এমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2