• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

যে আসনে ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ১৮টি ঝুঁকিমুক্ত

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৯:১৫, ১৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৭, ১৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যে আসনে ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ১৮টি ঝুঁকিমুক্ত

খাগড়াছড়ি সংসদীয় আসনে ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ১৮টি ঝুঁকিমুক্ত। ১৮৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩টি। পুলিশের বিশেষ শাখার দেওয়া পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। তিনি বলেন, মোট ভোট কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ১২২টি ‘ঝুঁকিপূর্ণ’ এবং মাত্র ১৮টি কেন্দ্র ‘সাধারণ' বা ঝুঁকিমুক্ত হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া ৩টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে।

পাহাড়ি দুর্গম এলাকা, যোগাযোগ ব্যবস্থা, পূর্বের নির্বাচনী অভিজ্ঞতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের নির্ধারিত কেন্দ্র এবং স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক আলোকে এই ঝুঁকি মূল্যায়ন করা হয়েছে ।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশের বিশেষ শাখা কেন্দ্রগুলো সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ডিএসবি আমাদেরকে সেভাবে তালিকা দিয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব।

খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ভৌগলিক অবস্থান ও প্রার্থীরা যে কেন্দ্রগুলোতে ভোট দিবে সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় করে থাকি। প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া যেসব কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন ও নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: