সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, আহত ৩
ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) মো. মোতালেব
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র্যাবের আরও তিনজন সদস্য। নিহত কর্মকর্তার নাম মোতালেব হোসেন ভূঁইয়া। তিনি র্যাবে ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদে কর্মরত ছিলেন।
র্যাব-৭ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় র্যাবের একটি আভিযানিক দল মেজর জালিস মাহুমুদ খান এর নেতৃত্বে ৪৩ জন র্যাব সদস্য চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় র্যাবের চারজন সদস্য গুরুত্বর আহত হয়। পরবর্তীতে থানা পুলিশের সহযোগিতায় গুরুতর আহত র্যাব সদস্যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মোঃ মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। অপর তিন র্যাব সদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ঘটনার পর এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৪ দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: