খাগড়াছড়ি থেকে বিলুপ্ত প্রজাতির হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার
খাগড়াছড়ি বন বিভাগ বিলুপ্ত প্রজাতির একটি হিমালয়ান গ্রীফন শকুন উদ্ধার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, খাগড়াছড়ির সদরস্ত ভাইবোন ছড়া নামক এলাকায় শকুন টির খবর পেয়ে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসের এর নেতৃত্বে বিলুপ্ত প্রজাতির শকুন টিকে উদ্ধার করা হয়। এবং শকুন টিকে উদ্ধার করে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তী শকুনটিকে সেবা-যত্ন পরবর্তী প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।
এসময় খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেষে উদ্ধারকৃত একটি হিল ময়না প্রকৃতিতে অবমুক্ত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
বিভি/এআই



মন্তব্য করুন: