সাভারে এক বাড়িতে অগ্নিকাণ্ড, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪
ছবি: সংগৃহীত
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন।
গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে—এমন খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয় বলে জানায় ফায়ার সার্ভিস। তবে পারিবারিক দ্বন্দ্বের জেরে ওই বাড়ির মালিকের এক ছেলে আগুন দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় কয়েকজন এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর। এতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম দগ্ধ হন।
দগ্ধ অন্য তিনজন হলেন- বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুর।
স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বাড়ির মালিকের দুই ছেলের মধ্যে প্রায় দ্বন্দ্ব চলে। গতকাল এমনই এক দ্বন্দ্বের জেরে মো. রায়হান তাদের বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বাসার মালিকের পূর্বপরিচিত সাইফুল ইসলাম ও হাসিনুর বিবাদ মেটাতে যান। একপর্যায়ে মো. রায়হান গ্যাস লাইটার জ্বালালে আগুন ধরে যায়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক জানান, গুরুতর দগ্ধ হয়ে দুইজন সেখানে চিকিৎসা নিতে এসেছিলেন। এছাড়া আরও দুইজন দগ্ধ হয়ে সাভারে চিকিৎসা নিতে গেছেন বলে জেনেছেন তিনি। যে দুইজন চিকিৎসা নিতে এসেছিলেন, তাদের মধ্যে আহত সাইফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে ধারণা করছেন তিনি।
আশুলিয়ার জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছিল। তবে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: