চট্টগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ!
চট্টগ্রামের খাতুনগঞ্জে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও ভেজাল দ্রব্যাদি জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জের একটি গোডাউনে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোডাউনটি তল্লাশি করে প্রায় চার কোটি টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কাচের বোতল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বস্তা, ভেজাল অলিভ ওয়েল ও অলিভ ওয়েল তৈরির উপকরণ এবং বোতলের লেভেলিং জব্দ করে। এসময় অবৈধ ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: