• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

নৌপুলিশের হাই-স্পিড বোটে আগুন, এক পুলিশ সদস্য দগ্ধ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১০:০১, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নৌপুলিশের হাই-স্পিড বোটে আগুন, এক পুলিশ সদস্য দগ্ধ

বাগেরহাটের মোংলায় নৌপুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ড হয়েছে। এসময় নৌপুলিশের এক সদস্য দগ্ধ হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে দ্বিগরাজ এলাকার পশুর নদীতে এ অগ্নিকাণ্ড হয়। 

মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে তাদের এডিশনাল ডিআইজি আগমন উপলক্ষে বুধবার রাতে নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলার দিগরাজ বাজুয়া ঘাটে যায়। ওই ঘাটে নোঙর করে বোটটিতে জ্বালানি তেল নিয়া পুনরায় মোংলা ঘাটের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতির সময় বোটটি চালু দিতে গেলে ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়। এ সময় হঠাৎ বোটটিতে আগুন লাগে এবং জ্বালানি পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।

এ সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে একজন সাতার কেটে কিনারে উঠতে পারলেও চালক কাজী মাহবুব (২৮) নামের এক নৌ পুলিশ সদস্য আগুনে পুড়ে আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করলে অবস্থা অবনতি দেখে উন্নত চিকিতৎসার জন্য দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, খবর পেয়ে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সদস্যা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: