• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত, চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

প্রকাশিত: ১২:০৬, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:০৭, ২৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত, চট্টগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের সম্পূর্ণ অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল এবং সাবেক বন্দর সিবিএ। আগামী ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রমে কর্মবিরতি বা ধর্মঘট পালন করা হবে বলে জানানো হয়। 

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ নেতারা জানান, এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি কৌশলগত ও লাভজনক টার্মিনাল। এটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া হলে বন্দরের রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির কথাও বিবেচনায় রয়েছে বলে জানান তারা।

চট্টগ্রাম বন্দরের এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রশ্নে উচ্চ একটি রিট মামলা বিচারাধীন রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) রায় ঘোষণা করা হতে পারে। চট্টগ্রাম বন্দর শীর্ষ কর্মকর্তারা চুক্তির প্রস্তুতি সম্পন্ন করে ঢাকায় অবস্থান করছেন। রায়ের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্ট সরকারি মহল। আদালতের রায়ে এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারায় বাধা দূর হলে আগামীকাল (বৃহস্পতিবার) অথবা আগামী রবিবারের মধ্যেই তড়িঘড়ি চুক্তি স্বাক্ষর করা হতে পারে।

বিভি/এসজি

মন্তব্য করুন: