তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে ভাঙচুর-লুটপাট
রাজবাড়ীর সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহায়তাপ্রাপ্ত দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা পুলিশ একজন নারীকে গ্রেফতার করেছে।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়।
অভিযোগে জানা যায়, হামলাকারীরা প্রথমে গফুর মল্লিকের বড় ভাই হানিফ মল্লিকের টিনশেড বসতঘরে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরের সাব-বাক্সে থাকা নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় দুই ভরি সাত আনা ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নেয়, যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। এছাড়া একটি জিক্সার মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়।
পরে হামলাকারীরা গফুর মল্লিকের মেজো ভাই কুদ্দুস মল্লিকের বাড়িতে হামলা চালিয়ে জানালার থাই গ্লাস ও একটি স্ট্যান্ড ফ্যান ভাঙচুর করে।
একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাংচুর করে ঘরে রাখা প্রায় ৫৫ হাজার টাকা লুট করে নেয়। পুরো ঘটনায় কয়েকটি বসতঘর মিলিয়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পরিবারটির সদস্যদের পরবর্তীতে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নজিরসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে ট্রেনে নারকেলের নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত বছরের ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাঁকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: