শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় ও ৯টায় ১০ দশমিক ২ ও ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি আজ (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৮ জানুয়ারি ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েক দিন শ্রীমঙ্গলের তাপমাত্রা ওঠানামা করতে পারে। গত কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আর্কাইভ সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বিভি/এসজি



মন্তব্য করুন: