• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চলে গেলেন কুমিল্লা আ.লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল খান

কুমিল্লা প্রতি‌নি‌ধি

প্রকাশিত: ১৫:৫৪, ১৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:০২, ১৬ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
চলে গেলেন কুমিল্লা আ.লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল খান

কুমিল্লা ১৪ দলের সমন্বয়ক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক বীর মু‌ক্তি‌যোদ্ধা অধ্যক্ষ আফজল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।

মঙ্গলবার ( ১৪ নভেম্বর) ২টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।

তিনি জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন আফজল খান। সম্প্রতি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতাল থেকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। 

সদ্য প্রয়াত বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আঞ্জুম সুলতানা সীমা।

আফজলের খান-এর ছেলে এফবিসিসিআই-এর পরিচালক মাসুদ পারফেজ খান ইমরান জানান, আগামী কাল বুধবার সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মা‌ঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

বিভি/এসএমপি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2