• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

মানিকগঞ্জে ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও যুবদল নেতা আহত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
মানিকগঞ্জে ছাত্রলীগের হামলায় ছাত্রদল ও যুবদল নেতা আহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী পালনশেষে বাড়ি ফেরার পথে জেলা যুবদল নেতা রাকিবুল ইসলাম বাবু ও জেলা ছাত্রদল নেতা আব্দুল খালেক শুভকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

আজ (বৃহস্পতিবার) দুপুর দুইটার দিকে সরকারী দেবেন্দ্র কলেজের সামনে চলন্ত মোটরসাইকেলে অতর্কিতে তাদের উপর হামলা চালায় ছাত্ররীগের ২৫-৩০জন নেতাকর্মী। ১০-১৫ মিনিট ধরে তাদের লোহার রডে আঘাতে দুজনের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে বলে জানান আহতরা।

জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বাবু বলেন, ‘আজ বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচী শেষে জেলা শহরে ব্যক্তিগত কাজ শেষে আমার মোটরসাইকেলে আমি এবং জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল খালেক শুভ বাড়ি ফিরছিলাম। সরকারী দেবেন্দ্র কলেজের দক্ষিণ-পূর্বপাশে আসামাত্র পেছন দিক থেকে ২৫-৩০ জন ছাত্রলীগের নেতা-কর্মীরা লোহার রড দিয়ে আঘাত করে। আমরা দুজনের চলন্ত মোরসাইকেল থেকে পড়ে পড়ে যাই। এরপর তারা আমাদের দুজনকে  লোহার রড দিয়ে মারতে থাকে। একপর্যায়ে আমাদের শঙ্কাজনক অবস্থায় সেখালে ফেলে তারা চলে যায়। পড়ে আমাদেরকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। আমার মাথায় ও খালেকের মাথায় সেলাই পড়েছে।  

২৫০-শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের স্টাফ মো. মোস্তফা বলেন, ‘ আহত দুজনের মাথায় সেলাই পড়েছে। বাবুর মাথায় ১১টি শেলাই পড়েছে এবং খালেকের মাথায় ৫টি সেলাই পড়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজীব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানিকগঞ্জে নির্ধারিত কর্মসূচীতে অংশ নেয় বিএনপি, যুবলদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশী বাধার কারণে কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়। সেই কর্মসূচীতে শেষ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে যুবদল নেতা বাবু ও ছাত্রদল নেতা শুভকে লোহার রড দিয়ে অমানবিকভাবে পিটিয়েছে। সারাদেশেই ছাত্রলীগের এমন তান্ডব চলছে। আমরা এসব হামলার তীব্র নিন্দা জানাই। ‘

জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য-সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচী শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগের নেতা-কর্মীরা যুবদল নেতা বাবু ও ছাত্রদল নেতা শুভকে অমানবিকভাবে লোহার রড দিয়ে পিটিয়েছে। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা জানাচ্ছিজ। একইসাথে  হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।’ 

এব্যাপারে, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমন বলেন, ‘ছাত্রলীগের কোন নেতা-কর্মী তাদের উপর হামলা করেনি। আমি যতটুকু জানি, তারা নিজেদেরে মধ্যে মারামারিতে আহত হয়েছে।’

বিভি/এএইচ/এজেড

মন্তব্য করুন: