শিয়ালের আতঙ্কে ঘুম হারাম ৪ গ্রামের মানুষের, দংশিত ১১

প্রতীকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাগলা শিয়ালের আক্রমণে ভীত গ্রামবাসী। ওই শিয়ালের কামড়ে শিশু, নারী-পুরুষসহ ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বাংলাবাজার ইউপির কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া বড়খাল ও মির্ধারপাড়া গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ৪টি গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে ১১ জন আহত হয়েছেন। শিয়ালের কামড়ে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বাংলাবাজার ইউপির মানুষ পাগলা শেয়ালের ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জেনেছি,পাগলা শিয়াল ইউপির বিভিন্ন গ্রামের লোকজনকে কামড় দিয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে করণীয় নিয়ে ভাবছি।
বিভি/এজেড
মন্তব্য করুন: