বড়শিতে ধরা পড়লো ২০ কেজির বোয়াল!

লালমনিরহাটে তিস্তা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ।
সোমবার (৯ জানুয়ারি) ভোরে তিস্তা ব্যারাজের উজানে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে দোয়ানী সাধুর বাজারে বোয়াল মাছটি নিয়ে এলে দেখার জন্য মানুষের ভিড় জমে।
জেলে সোলেমান আলী বলেন, বোয়াল মাছটি সাধুর বাজারে বিক্রি করতে নিয়ে এলে মাছটির প্রতি কেজি দাম ১৬০০ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী প্রায় ২৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়ে যান।
তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী বলেন, ভোরে কয়েকজন জেলে ব্যারাজের উজানে গিয়ে ২০ কেজি ওজনের মাছটি ধরেন।
তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দার বাবু মিয়া বলেন, বর্তমানে তিস্তার পানি খুবই কম। দিন দিন তিস্তার পানি কমে যাচ্ছে। এই পানিতে ২০ কেজি ওজনের বোয়াল মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছটি বাজারে নিয়ে এলে ক্রেতা না থাকায় নীলফামারীর এক মাছ ব্যবসায়ী তা কিনে নিয়ে যান।
বিভি/টিটি
মন্তব্য করুন: