নেত্রকোণায় দূর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নেত্রকোণার দূর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোটকেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে। প্রতিটি ভোটকক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রতিটি কেন্দ্র ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দূর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনকে উৎসবমুখর এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে সচেষ্ট রয়েছে নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
উপজেলায় ৯টি ভোটকক্ষে ২০ হাজার ৭৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: