• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একই সেপটিক ট্যাংকে নেমে একে একে প্রাণ গেল তিনজনের

প্রকাশিত: ০১:০৯, ১৬ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
একই সেপটিক ট্যাংকে নেমে একে একে প্রাণ গেল তিনজনের

নিহতদের মরদেহ উদ্ধারে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা।

পোশাক কারখানার স্যাপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তিন সদস্য। একে একে তিনজনই পরপারে পাড়ি জমিয়েছেন। সাভারের আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ঘটনাটি ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (২২) খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে মো. রাকিব (২২) এবং রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৭)।

বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে পরপর মরদেহগুলো সেপটিক ট্যাংক থেকে বের করা হয়। এর আগে বিকেল তিনটার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ঢাকা জোন -৪ এর উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, আমরা খবর পাই, তিনজন সেপটিক ট্যাংকে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মূলত বিষক্রিয়ায় কারণে মারা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: