• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কলাবাগান থেকে মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২২:৩১, ১৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
কলাবাগান থেকে মরদেহ উদ্ধার

রংপুরের পীরগাছার একটি কলাবাগান থেকে শের আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার পাওটানা রোডের ব্রাহ্মণীকুলা বাজার সংলগ্ন কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শের আলী ওই এলাকার মৃত মানিক উল্লার ছেলে। তবে এখন পযন্ত এ ঘটনার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্রাহ্মণীকুল্লা বাজারের পূর্বপাশের একটি কলাবাগান খেত থেকে গলাকাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে সেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্তের জের ধরে শের আলীকে গলাকেটে হত্যার পর কলাবাগানে তার মরদেহ ফেলে রাখে প্রতিপক্ষরা। 

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানিয়েছেন, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: